লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের সময়সূচী টিকিট ও ভাড়া তালিকা

লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩ টিকিট ও ভাড়া তালিকা

লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের সময়সূচী: আপনি কি লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন? আপনি কি লালমনি এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা, কখন কোন সময়ে কোন স্টেশনে যাত্রাবিরতি করে এসব বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী? আপনি যদি উত্তরবঙ্গের কিছু জেলা যেমনঃ নাটোর, বগুড়া, গাইবান্ধা, কাউনিয়া স্টেশন সহ লালমনিরহাট রুটে নিয়মিত যাতায়াত করেন অথবা ভ্রমণ করতে চান তাহলে এই Lalmonirhat Express Train হতে পারে আপনার জন্য ভালো একটি মাধ্যম।

লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ভ্রমণের জন্য আপনাকে এই ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে হবে। এই পোস্টার মাধ্যমে আপনি লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন, সময়সূচী, ভাড়ার তালিকা, স্টপেজ সহ যাবতীয় বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। সুতরাং পোস্টি ভালভাবে পড়ুন এবং আপনার প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে নিরাপদে ভ্রমণ করুন।

লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের ১ দিন বাদে বাকি ৬ দিন বিরতিহীন ভাবে চলাচল করে। এটি উত্তরবঙ্গের বেশ কয়টি জেলার গুরুত্বপূর্ণ স্টেশন মধ্য দিয়ে যেমন নাটোর, বগুড়া, গাইবান্ধা জেলা, কাউনিয়া স্টেশন হয়ে লালমনিরহাট পর্যন্ত চলাচল করে। শুক্রবার বাদে সপ্তাহের বাকি ছয় দিনই এই ট্রেন ঢাকা থেকে লালমনিরহাট এবং লালমনিরহাট থেকে ঢাকা যাতায়াত করে। নিচে ট্রেন ছাড়ার এবং পৌছানোর সময় দেয়া হলো:

স্টেশনের নাম সাপ্তাহিক ছুটির দিন ছাড়ায় সময় পৌছানোর সময়
ঢাকা টু লালমনিরহাট শুক্রবার ২১:৪৫ ০৭:২০
লালমনিরহাট টু ঢাকা শুক্রবার ১০:১৫ ১৯:৫৫

লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের স্টেশন বিরতির সময়সূচী

লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট থেকে ছেড়ে এসে ঢাকা যাত্রার সময় বেশকিছু স্টেশনে যাত্রাবিরতি করে। অনুরূপ ঢাকা থেকে লালমনিরহাট যাওয়ার পথে একই স্টেশনগুলোতে যাত্রাবিরতি দেয়। এখানে লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের স্টেশন বিরতির সময়সূচী দেযা হলো অর্থাৎ কোন স্টেশনে কখন যাত্রাবিরতির হবে সেটার সময় নিচে দেয়া হল:

ঢাকাগামী আরো কিছু ট্রেন সম্পর্কে জানুন:

__ রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকিট ও ভাড়া তালিকা

__ কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকিট ও ভাড়া তালিকা

বিরতি স্টেশন নাম ঢাকা থেকে লালমনিরহাট (৭৫১) লালমনিরহাট থেকে ঢাকা (৭৫২)
বিমানবন্দর ২২ঃ১২ ১৯ঃ২১
জয়দেবপুর ২২ঃ৪২ ১৮ঃ৪৭
টাঙ্গাইল ২৩ঃ৪০ ১৭ঃ৫০
বঙ্গবন্ধু সেতু পূর্ব ০০ঃ০২ ১৭ঃ২৮
শহীদ এম মনসুর আলী ০০ঃ৩৯ ১৬ঃ৪৬
উল্লাপাড়া ০১ঃ০২ ১৬ঃ১৮
বড়াল ব্রিজ ০১ঃ৩০ ১৫ঃ৫৫
আজিমনগর ০২ঃ১৫ ১৫ঃ১৬
নাটোর ০২ঃ৪২ ১৪ঃ৪৬
সান্তাহার ০৩ঃ১৫ ১৩ঃ৫৫
বগুড়া ০৪ঃ২১ ১৩ঃ০৮
সোনাতলা ০৪ঃ৫০ ১২ঃ৩৪
বোনারপাড়া ০৫ঃ১৩ ১২ঃ১২
গাইবান্ধা ০৫ঃ৩৭ ১১ঃ৪৮
বামনডাঙ্গা ০৬ঃ০৯ ১১ঃ১৭
পীরগাছা ০৬ঃ২৭ ১০ঃ৫৮
কাউনিয়া ০৬ঃ৪৫ ১০ঃ৪০

লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ কিছু ট্রেন স্টেশনে যাত্রাবিরতি করে এবং সেখানে যাত্রী উঠা নামা করে থাকেন। সুতরাং আপনি যদি ঢাকা টু লালমনিরহাট রুটের যেকোন স্টেশনে অথবা লালমনিরহাট টু ঢাকা আসার সময় যেকোন স্টেশনে উঠতে অথবা নামতে চান সে ক্ষেত্রে আপনার সেই স্টেশন আসা পর্যন্ত ভাড়া জানা প্রয়োজন। যেগুলো আপনি স্টেশন ছাড়া কোথাও জানতে পারবেন না অর্থাৎ আপনি সঠিক ভাড়ার পরিমান জানতে পারবেন না।

এখানে শুধু পূর্ণাঙ্গ দূরত্বের ভাড়া দেয়া হয়:

আসনের ধরন টিকেটের মূল্য (১৫% ভ্যাট)
শোভন ৪২০ টাকা
শোভন চেয়ার ৫০৫ টাকা
প্রথম সিট ৬৭৫ টাকা
প্রথম বার্থ ১০১০ টাকা
স্নিগ্ধা ৮৪০ টাকা
এসি সিট ১০১০ টাকা
এসি বার্থ ১৫১০ টাকা

লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের টিকিট বুকিং অনলাইন

লালমনি এক্সপ্রেস অনলাইন টিকেট: লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের টিকিট বুকিং করতেন নিচের দেওয়া লিংকে ক্লিক করুন।

Train Ticket Booking

লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন নিয়ে কিছু প্রশ্ন এবং উত্তর

লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন এখন কোথায়?

উত্তরঃ অনেকেই জানতে চাই লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি এখন কোথায়? ট্রেনের লোকেশন জানার জন্য আপনার হাতে দুইটি উপায় আছে। প্রথমত: আপনি Bangladesh Train Tracker অ্যান্ড্রয়েড অ্যাপ এর মাধ্যমে ৪ টাকা (+ভ্যাট) দিয়ে মেসেজের মাধ্যমে আপনি দেখতে পারেন লালমনি ট্রেনটি এখন কোথায় আছে। দ্বিতীয়তঃ এখন সময় অনুযায়ী উপরের টেবিল থেকে আপনি সময়ের সাথে মিলিয়ে বুঝতে পারবেন লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি এখন কোন স্টেশন এর কাছাকাছি আছে।

লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন কোড (Train Code) কত?

উত্তরঃ ঢাকা টু লালমনিরহাট যাতায়াত করা ট্রেনের কোড (Train Code) হলো ৭৫১ এবং লালমনিরহাট টু ঢাকা যাতায়াত করা ট্রেনের কোড হলো ৭৫২.

লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন ছাড়ার সময়?

উত্তরঃ লালমনিরহাট টু ঢাকা রুট: ছাড়ার সময় ১০:১৫ এবং পৌছানোর সময় ১৯:৫৫ | ঢাকা টু লালমনিরহাট রুট: ছাড়ার সময় ২১:৪৫ এবং পৌছানোর সময় ০৭:২০। এছাড়াও বিভিন্ন স্টেশনে যেমনঃ নাটোর, বগুড়া, গাইবান্ধা এ বিভিন্ন সময়ে যাত্রাবিরতি দেয় এবং সেগুলার সময় জানতে উপরের সময়সূচি তালিকা থেকে দেখতে পারেন।

লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন বন্ধের দিন (Off Day)?

উত্তরঃ লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনে সপ্তাহে শুধু শুক্রবার ছুটি। অর্থাৎ লালমনিরহাট এক্সপ্রেস সপ্তাহে ছয় দিন ঢাকা টু লালমনিরহাট (নাটোর, বগুড়া, গাইবান্ধা, কাউনিয়া স্টেশন হয়ে লালমনিরহাট রুট) এবং একইভাবে লালমনিরহাট টু ঢাকা যাতায়াত করে।

উপরোক্ত যাবতীয় তথ্যাদি বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা। আমরা আশাবাদী উপরোক্ত তথ্যদি থেকে লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন সম্পর্কে আপনি বিস্তারিত জেনেছেন যা আপনার নিরাপদ ভ্রমণ বা যাত্রার সহায়ক হবে। লালমনিরহাট এক্সপ্রেস সম্পর্কে আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।

train notice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *