দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩ টিকিট ও ভাড়া তালিকা
দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী: আপনি কি দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন? আপনি কি দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা, কখন কোন সময়ে কোন স্টেশনে যাত্রাবিরতি করে এসব বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী? আপনি যদি উত্তরবঙ্গের কিছু জেলা যেমনঃ জামালপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় রুটে নিয়মিত যাতায়াত করেন অথবা ভ্রমণ করতে চান তাহলে এই Drutojan Express Train হতে পারে আপনার জন্য ভালো একটি মাধ্যম।
দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ভ্রমণের জন্য আপনাকে এই ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে হবে। এই পোস্টার মাধ্যমে আপনি দ্রুতযান এক্সপ্রেস ট্রেন, সময়সূচী, ভাড়ার তালিকা, স্টপেজ সহ যাবতীয় বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। সুতরাং পোস্টি ভালভাবে পড়ুন এবং আপনার প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে নিরাপদে ভ্রমণ করুন।
দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি একটি বিরতিহীন ট্রেন যা ঢাকা থেকে উত্তরবঙ্গ চলাচল করে। এটি উত্তরবঙ্গের বেশ কয়টি জেলার গুরুত্বপূর্ণ স্টেশন মধ্য দিয়ে যেমন নাটোর, সান্তাহার, জয়পুরহাট, পার্বতীপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড় পর্যন্ত চলাচল করে। সপ্তাহের সাত দিনই এই ট্রেন ঢাকা থেকে পঞ্চগড় এবং পঞ্চগড় থেকে ঢাকা রুটে যাতায়াত করে। নিচে ট্রেন ছাড়ার এবং পৌছানোর সময় দেয়া হলো:
স্টেশনের নাম | সাপ্তাহিক ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
ঢাকা টু পঞ্চগড় | নেই | ২০ঃ০০ | ০৬:১০ |
পঞ্চগড় টু ঢাকা | নেই | ০৮ঃ১০ | ১৮ঃ৫৫ |
দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের স্টেশন বিরতির সময়সূচী
দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় থেকে ছেড়ে এসে ঢাকা যাত্রার সময় বেশকিছু স্টেশনে যাত্রাবিরতি করে। অনুরূপ ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার পথে একই স্টেশনগুলোতে যাত্রাবিরতি দেয়। এখানে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের স্টেশন বিরতির সময়সূচী দেযা হলো অর্থাৎ কোন স্টেশনে কখন যাত্রাবিরতির হবে সেটার সময় নিচে দেয়া হল:
ঢাকাগামী আরো কিছু ট্রেন সম্পর্কে জানুন:
__ একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী , টিকিট ও ভাড়া তালিকা
__ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকিট ও ভাড়া তালিকা
বিরতি স্টেশন নাম | ঢাকা টু পঞ্চগড় (৭৫৭) | পঞ্চগড় টু ঢাকা (৭৫৮) |
বিমান বন্দর | ২০ঃ২৭ | ১৮ঃ২২ |
টাঙ্গাইল | ২২ঃ০০ | ১৬ঃ৫৭ |
বি-বি-পৃর্ব | ২২ঃ২২ | ১৬ঃ৩৩ |
জামতৈল | ২৩ঃ০৩ | ১৫ঃ৩৬ |
চাটমোহর | ২৩ঃ৪২ | ১৪ঃ৫৭ |
ঈশ্বরদী | ১৪ঃ৩৭ | |
নাটোর | ০০ঃ২৮ | ১৪ঃ০৪ |
আহসানগঞ্জ | ০০ঃ৫২ | ১৩ঃ৩৮ |
সান্তাহার | ০১ঃ১৫ | ১৩ঃ১০ |
আক্কেলপুর | ০১ঃ৪০ | ১২ঃ৪৫ |
জয়পুরহাট | ০১ঃ৫৬ | ১২ঃ২৭ |
পাঁচবিবি | ০২ঃ১০ | ১২ঃ১৫ |
বিরামপুর | ০২ঃ৩৩ | ১১ঃ৫২ |
ফুলবাড়ি | ০২ঃ৪৭ | ১১ঃ৩৮ |
পার্বতীপুর | ০৩ঃ১৫ | ১১ঃ০০ |
চিরিরবন্দর | ০৩ঃ৪০ | ১০ঃ২৯ |
দিনাজপুর | ০৪ঃ০০ | ১০ঃ০৪ |
সেতাবগঞ্জ | ০৪ঃ৩৫ | ০৯ঃ৩২ |
পীরগঞ্জ | ০৪ঃ৫১ | ০৯ঃ১৬ |
ঠাকুরগাঁও | ০৫ঃ১৫ | ০৮ঃ৫১ |
রুহিয়া | ০৫ঃ৩৩ | ০৮ঃ৩৪ |
কিসমত | ০৫ঃ৪২ | ০৮ঃ২৫ |
পঞ্চগড় | ০৬:১০ | ০৮ঃ১০ |
দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ কিছু ট্রেন স্টেশনে যাত্রাবিরতি করে এবং সেখানে যাত্রী উঠা নামা করে থাকেন। সুতরাং আপনি যদি ঢাকা থেকে পঞ্চগড় রুটের যেকোন স্টেশনে অথবা পঞ্চগড় থেকে ঢাকা আসার সময় যেকোন স্টেশনে উঠতে অথবা নামতে চান সে ক্ষেত্রে আপনার সেই স্টেশন আসা পর্যন্ত ভাড়া জানা প্রয়োজন।
নিম্নে স্টেশনের নাম ও ভাড়ার তালিকা দেয়া হল, যেখান থেকে আপনি কোন স্টেশনে নামবেন সেটা দেখে ভাড়ার পরিমান জানতে পারবেন।
আসন বিভাগ | টিকেটের মূল্য (১৫%ভ্যাট) |
শোভন | ৩৯০ টাকা |
শোভন চেয়ার | ৫৬৫ টাকা |
প্রথম সিট | ৬২০ টাকা |
প্রথম বার্থ | ৯৩০ টাকা |
স্নিগ্ধা | ৭৭৫ টাকা |
এসি সিট | ৯৩০ টাকা |
এসি বার্থ | ১৩৯০ টাকা |
দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের টিকিট বুকিং
দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের টিকিট কি করতেন নিচের দেওয়া লিংকে ক্লিক করুন।
দ্রুতযান এক্সপ্রেস ট্রেন নিয়ে কিছু প্রশ্ন এবং উত্তর
দ্রুতযান এক্সপ্রেস ট্রেন এখন কোথায়?
উত্তরঃ অনেকেই জানতে চাই দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি এখন কোথায়? ট্রেনের লোকেশন জানার জন্য আপনার হাতে দুইটি উপায় আছে। প্রথমত: আপনি Bangladesh Train Tracker অ্যান্ড্রয়েড অ্যাপ এর মাধ্যমে ৪ টাকা (+ভ্যাট) দিয়ে মেসেজের মাধ্যমে আপনি দেখতে পারেন এক্স এক্স ট্রেনটি এখন কোথায় আছে। দ্বিতীয়তঃ এখন সময় অনুযায়ী উপরের টেবিল থেকে আপনি সময়ের সাথে মিলিয়ে বুঝতে পারবেন দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি এখন কোন স্টেশন এর কাছাকাছি আছে।
দ্রুতযান এক্সপ্রেস ট্রেন কোড (Train Code) কত?
উত্তরঃ ঢাকা টু পঞ্চগড় যাতায়াত করা ট্রেনের কোড (Train Code) হলো ৭৫৭ এবং পঞ্চগড় টু ঢাকা যাতায়াত করা ট্রেনের কোড হলো ৭৫৮
দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ছাড়ার সময়?
উত্তরঃ পঞ্চগড় টু ঢাকা রুট: ছাড়ার সময় ০৮ঃ১০ এবং পৌছানোর সময় ১৮ঃ৫৫ | ঢাকা টু পঞ্চগড় রুট: ছাড়ার সময় ২০ঃ০০ এবং পৌছানোর সময় ০৬:১০। এছাড়াও বিভিন্ন স্টেশনে যেমনঃ দিনাজপুর, ঠাকুরগাঁও এ বিভিন্ন সময়ে যাত্রাবিরতি দেয় এবং সেগুলার সময় জানতে উপরের সময়সূচি তালিকা থেকে দেখতে পারেন।
দ্রুতযান এক্সপ্রেস ট্রেন বন্ধের দিন (Off Day)?
উত্তরঃ দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে সপ্তাহে কোনো ছুটি বা বন্ধ নেই অর্থাৎ দ্রুতযান এক্সপ্রেস সপ্তাহের সাত দিন ঢাকা টু পঞ্চগড় (সান্তাহার, পার্বতীপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও রুট) এবং একইভাবে পঞ্চগড় টু ঢাকা যাতায়াত করে।
আমরা আশাবাদী উপরোক্ত তথ্যদি থেকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেন সম্পর্কে আপনি বিস্তারিত জেনেছেন যা আপনার নিরাপদ ভ্রমণ বা যাত্রার সহায়ক হবে। দ্রুতযান এক্সপ্রেস সম্পর্কে আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।