কালনী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩ টিকিট ও ভাড়া তালিকা
কালনী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী: আপনি কি কালনী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন? আপনি কি কালনী এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা, কখন কোন সময়ে কোন স্টেশনে যাত্রাবিরতি করে এসব বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী? আপনি যদি সিলেট রুটে নিয়মিত যাতায়াত করেন অথবা ভ্রমণ করতে চান তাহলে এই Kalni Express Train হতে পারে আপনার জন্য ভালো একটি মাধ্যম।
কালনী এক্সপ্রেস ট্রেনের ভ্রমণের জন্য আপনাকে এই ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে হবে। এই পোস্টার মাধ্যমে আপনি কালনী এক্সপ্রেস ট্রেন, সময়সূচী, ভাড়ার তালিকা, স্টপেজ সহ যাবতীয় বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। সুতরাং পোস্টি ভালভাবে পড়ুন এবং আপনার প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে নিরাপদে ভ্রমণ করুন।
কালনী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
কালনী এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের ১ দিন বাদে বাকি ৬ দিন চলাচল করে। শুক্রবার বাদে সপ্তাহের বাকি ছয় দিনই এই ট্রেন ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকা যাতায়াত করে। নিচে ট্রেন ছাড়ার এবং পৌছানোর সময় দেয়া হলো:
স্টেশনের নাম | সাপ্তাহিক ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
ঢাকা টু সিলেট | শুক্রবার | ১৫:০০ | ২১:৩০ |
সিলেট টু ঢাকা | শুক্রবার | ০৬:১৫ | ১৩:০০ |
কালনী এক্সপ্রেস ট্রেনের স্টেশন বিরতির সময়সূচী
কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে ছেড়ে এসে ঢাকা যাত্রার সময় বেশকিছু স্টেশনে যাত্রাবিরতি করে। অনুরূপ ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে একই স্টেশনগুলোতে যাত্রাবিরতি দেয়। এখানে কালনী এক্সপ্রেস ট্রেনের স্টেশন বিরতির সময়সূচী দেযা হলো অর্থাৎ কোন স্টেশনে কখন যাত্রাবিরতির হবে সেটার সময় নিচে দেয়া হল:
ঢাকা সিলেটগামী আরো কিছু ট্রেন সম্পর্কে জানুন:
__ জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকিট ও ভাড়া তালিকা
__ উপবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকিট ও ভাড়া তালিকা
__ পারাবত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকিট ও ভাড়া তালিকা
বিরতি স্টেশন নাম | ঢাকা থেকে সিলেট (৭৭৩) | সিলেট থেকে ঢাকা (৭৭৪) |
বিমান বন্দর | ১৫ঃ২৭ | ১২ঃ১০ |
আজমপুর | ১৭ঃ১৫ | ১০ঃ১৫ |
শায়েস্তাগঞ্জ | ১৮ঃ১৫ | ০৯ঃ০২ |
শ্রীমঙ্গল | ১৮ঃ৫৭ | ০৮ঃ২০ |
শমসেরনগর | ১৯ঃ২৮ | ০৭ঃ৫২ |
কুলাউড়া | ১৯ঃ৫৭ | ০৭ঃ২৫ |
মাইজগাঁও | ২০ঃ৩০ | ০৬ঃ৫৩ |
কালনী এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
কালনী এক্সপ্রেস ট্রেনটি বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ কিছু ট্রেন স্টেশনে যাত্রাবিরতি করে এবং সেখানে যাত্রী উঠা নামা করে থাকেন। সুতরাং আপনি যদি ঢাকা টু সিলেট রুটের যেকোন স্টেশনে অথবা সিলেট টু ঢাকা আসার সময় যেকোন স্টেশনে উঠতে অথবা নামতে চান সে ক্ষেত্রে আপনার সেই স্টেশন আসা পর্যন্ত ভাড়া জানা প্রয়োজন। যেগুলো আপনি স্টেশন ছাড়া কোথাও জানতে পারবেন না অর্থাৎ আপনি সঠিক ভাড়ার পরিমান জানতে পারবেন না।
এখানে শুধু পূর্ণাঙ্গ দূরত্বের ভাড়া দেয়া হল:
আসনের ধরন | টিকেটের মূল্য (১৫% ভ্যাট সহ) |
শোভন চেয়ার | ৩২০ টাকা |
প্রথম সিট | ৪২৫ টাকা |
প্রথম বার্থ | ৬৪০ টাকা |
স্নিগ্ধা | ৬১০ টাকা |
এসি সিট | ৭৩৬ টাকা |
এসি বার্থ | ১০৯৯ টাকা |
কালনী এক্সপ্রেস ট্রেনের টিকিট বুকিং অনলাইন
কালনী এক্সপ্রেস অনলাইন টিকেট: কালনী এক্সপ্রেস ট্রেনের টিকিট বুকিং করতেন নিচের দেওয়া লিংকে ক্লিক করুন।
কালনী এক্সপ্রেস ট্রেন নিয়ে কিছু প্রশ্ন এবং উত্তর
কালনী এক্সপ্রেস ট্রেন এখন কোথায়?
উত্তরঃ অনেকেই জানতে চাই কালনী এক্সপ্রেস ট্রেনটি এখন কোথায়? ট্রেনের লোকেশন জানার জন্য আপনার হাতে দুইটি উপায় আছে। প্রথমত: আপনি Bangladesh Train Tracker অ্যান্ড্রয়েড অ্যাপ এর মাধ্যমে ৪ টাকা (+ভ্যাট) দিয়ে মেসেজের মাধ্যমে আপনি দেখতে পারেন কালনী ট্রেনটি এখন কোথায় আছে। দ্বিতীয়তঃ এখন সময় অনুযায়ী উপরের টেবিল থেকে আপনি সময়ের সাথে মিলিয়ে বুঝতে পারবেন কালনী এক্সপ্রেস ট্রেনটি এখন কোন স্টেশন এর কাছাকাছি আছে।
কালনী এক্সপ্রেস ট্রেন কোড (Train Code) কত?
উত্তরঃ ঢাকা টু সিলেট যাতায়াত করা কালনী এক্সপ্রেস ট্রেনের কোড (Train Code) হলো ৭৭৩ এবং সিলেট টু ঢাকা যাতায়াত করা কালনী এক্সপ্রেস ট্রেনের কোড হলো ৭৭৪.
কালনী এক্সপ্রেস ট্রেন ছাড়ার সময়?
উত্তরঃ সিলেট টু ঢাকা রুট: ছাড়ার সময় ০৬:১৫ এবং পৌছানোর সময় ১৩:০০ | ঢাকা টু সিলেট রুট: ছাড়ার সময় ১৫:০০ এবং পৌছানোর সময় ২১:৩০।
কালনী এক্সপ্রেস ট্রেন বন্ধের দিন (Off Day)?
উত্তরঃ কালনী এক্সপ্রেস ট্রেনে সপ্তাহে শুধু শুক্রবার ছুটি। অর্থাৎ কালনী এক্সপ্রেস সপ্তাহে ছয় দিন ঢাকা টু সিলেট এবং একইভাবে সিলেট টু ঢাকা যাতায়াত করে।
উপরোক্ত যাবতীয় তথ্যাদি বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা। আমরা আশাবাদী উপরোক্ত তথ্যদি থেকে কালনী এক্সপ্রেস ট্রেন সম্পর্কে আপনি বিস্তারিত জেনেছেন যা আপনার নিরাপদ ভ্রমণ বা যাত্রার সহায়ক হবে। কালনী এক্সপ্রেস সম্পর্কে আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।