উপবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকিট ও ভাড়া তালিকা

উপবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩ টিকিট ও ভাড়া তালিকা

উপবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী: আপনি কি উপবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন? আপনি কি উপবন এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা, কখন কোন সময়ে কোন স্টেশনে যাত্রাবিরতি করে এসব বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী? আপনি যদি সিলেট রুটে নিয়মিত যাতায়াত করেন অথবা ভ্রমণ করতে চান তাহলে এই Upaban Express Train হতে পারে আপনার জন্য ভালো একটি মাধ্যম।

উপবন এক্সপ্রেস ট্রেনের ভ্রমণের জন্য আপনাকে এই ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে হবে। এই পোস্টার মাধ্যমে আপনি উপবন এক্সপ্রেস ট্রেন, সময়সূচী, ভাড়ার তালিকা, স্টপেজ সহ যাবতীয় বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। সুতরাং পোস্টি ভালভাবে পড়ুন এবং আপনার প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে নিরাপদে ভ্রমণ করুন।

উপবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

উপবন এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের ৬ দিন সিলেট টু ঢাকা এবং ঢাকা টু সিলেট চলাচল করে। সিলেট টু ঢাকা রুটে সোমবারঢাকা টু সিলেট রুটে বুধবার Off Day এছাড়া সপ্তাহের দিনগুলো এই ট্রেন যাতায়াত করে। নিচে ট্রেন ছাড়ার এবং পৌছানোর সময় দেয়া হলো:

স্টেশনের নাম সাপ্তাহিক ছুটির দিন ছাড়ায় সময় পৌছানোর সময়
ঢাকা টু সিলেট বুধবার ২০:৩০ ০৫:০০
সিলেট টু ঢাকা সোমবার ২৩:৩০ ০৬:৪৫

উপবন এক্সপ্রেস ট্রেনের স্টেশন বিরতির সময়সূচী

উপবন এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে ছেড়ে এসে ঢাকা যাত্রার সময় বেশকিছু স্টেশনে যাত্রাবিরতি করে। অনুরূপ ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে একই স্টেশনগুলোতে যাত্রাবিরতি দেয়। এখানে উপবন এক্সপ্রেস ট্রেনের স্টেশন বিরতির সময়সূচী দেযা হলো অর্থাৎ কোন স্টেশনে কখন যাত্রাবিরতির হবে সেটার সময় নিচে দেয়া হল:

ঢাকা সিলেটগামী আরো কিছু ট্রেন সম্পর্কে জানুন:

__ জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকিট ও ভাড়া তালিকা

__ পারাবত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকিট ও ভাড়া তালিকা

__ কালনী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকিট ও ভাড়া তালিকা

বিরতি স্টেশন নাম ঢাকা থেকে সিলেট (৭৩৯) সিলেট থেকে ঢাকা (৭৪০)
বিমান বন্দর ২০ঃ৫৭ ০৬ঃ০০
নরসিংদী ২১ঃ৪৫ থাকবে না
ভৈরব ২২ঃ২০ ০৪ঃ৪৭
শায়েস্তাগঞ্জ ০০ঃ২০ ০২ঃ৫৭
শ্রীমঙ্গল ০১ঃ২৭ ০২ঃ১২
ভানুগাছ ০১ঃ৫০ ০১ঃ৩৮
শমসের নগর ০২ঃ০৫ ০১ঃ২০
কুলাউড়া ০২ঃ৪০ ০০ঃ৪৮
বরমচাল
০৩ঃ০০ ০০ঃ৩১
মাইজগাঁও ০৩ঃ২৮ ০০ঃ১০

উপবন এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

উপবন এক্সপ্রেস ট্রেনটি বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ কিছু ট্রেন স্টেশনে যাত্রাবিরতি করে এবং সেখানে যাত্রী উঠা নামা করে থাকেন। সুতরাং আপনি যদি ঢাকা টু সিলেট রুটের যেকোন স্টেশনে অথবা সিলেট টু ঢাকা আসার সময় যেকোন স্টেশনে উঠতে অথবা নামতে চান সে ক্ষেত্রে আপনার সেই স্টেশন আসা পর্যন্ত ভাড়া জানা প্রয়োজন। যেগুলো আপনি স্টেশন ছাড়া কোথাও জানতে পারবেন না অর্থাৎ আপনি সঠিক ভাড়ার পরিমান জানতে পারবেন না।

এখানে শুধু পূর্ণাঙ্গ দূরত্বের ভাড়া দেয়া হল:

আসনের ধরন টিকেটের মূল্য (১৫% ভ্যাট সহ)
শোভন ২৮৫ টাকা
শোভন চেয়ার ৩৪০ টাকা
প্রথম সিট ৪৪৫ টাকা
প্রথম বার্থ ৭১০ টাকা
এসি বার্থ ১১৬৯ টাকা

উপবন এক্সপ্রেস ট্রেনের টিকিট বুকিং অনলাইন

উপবন এক্সপ্রেস অনলাইন টিকেট: উপবন এক্সপ্রেস ট্রেনের টিকিট বুকিং করতেন নিচের দেওয়া লিংকে ক্লিক করুন।

Train Ticket Booking

উপবন এক্সপ্রেস ট্রেন নিয়ে কিছু প্রশ্ন এবং উত্তর

উপবন এক্সপ্রেস ট্রেন এখন কোথায়?

উত্তরঃ অনেকেই জানতে চাই উপবন এক্সপ্রেস ট্রেনটি এখন কোথায়? ট্রেনের লোকেশন জানার জন্য আপনার হাতে দুইটি উপায় আছে। প্রথমত: আপনি Bangladesh Train Tracker অ্যান্ড্রয়েড অ্যাপ এর মাধ্যমে ৪ টাকা (+ভ্যাট) দিয়ে মেসেজের মাধ্যমে আপনি দেখতে পারেন উপবন ট্রেনটি এখন কোথায় আছে। দ্বিতীয়তঃ এখন সময় অনুযায়ী উপরের টেবিল থেকে আপনি সময়ের সাথে মিলিয়ে বুঝতে পারবেন উপবন এক্সপ্রেস ট্রেনটি এখন কোন স্টেশন এর কাছাকাছি আছে।

উপবন এক্সপ্রেস ট্রেন কোড (Train Code) কত?

উত্তরঃ ঢাকা টু সিলেট যাতায়াত করা উপবন এক্সপ্রেস ট্রেনের কোড (Train Code) হলো ৭৩৯ এবং সিলেট টু ঢাকা যাতায়াত করা উপবন এক্সপ্রেস ট্রেনের কোড হলো ৭৪০.

উপবন এক্সপ্রেস ট্রেন ছাড়ার সময়?

উত্তরঃ সিলেট টু ঢাকা রুট: ছাড়ার সময় ২৩:৩০ এবং পৌছানোর সময় ০৬:৪৫ | ঢাকা টু সিলেট রুট: ছাড়ার সময় ২০:৩০ এবং পৌছানোর সময় ০৫:০০।

উপবন এক্সপ্রেস ট্রেন বন্ধের দিন (Off Day)?

উত্তরঃ সিলেট টু ঢাকা রুটে সোমবার ও ঢাকা টু সিলেট রুটে বুধবার Off Day এছাড়া সপ্তাহের দিনগুলো এই ট্রেন যাতায়াত করে।

উপরোক্ত যাবতীয় তথ্যাদি বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা। আমরা আশাবাদী উপরোক্ত তথ্যদি থেকে উপবন এক্সপ্রেস ট্রেন সম্পর্কে আপনি বিস্তারিত জেনেছেন যা আপনার নিরাপদ ভ্রমণ বা যাত্রার সহায়ক হবে। উপবন এক্সপ্রেস সম্পর্কে আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।

train notice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *